গুড়গুড় গুড় মেঘ
ডাকছে ঘন ভেক
এটা বর্ষা কাল,
           নদী নালা ভর্তি
          হংসরাজের ফুর্তি
          মানুষ বেসামাল।


বাবুই ঘরে বন্দি
ঢোড়া সাপের ফন্দি
ধরবে ক’টা শিকার,
          রাস্তার কুকুর যারা
          ভিজে হল সারা
           গৃহস্তের ধিক্কার।


বৃষ্টি ভেজা জলে
জেলেরা জাল ফেলে
উজুসে মাছ ধরে,
           বৃষ্টি হয়না শেষ
           ভাজা মাছে বেশ
            খিচুড়ি ভাত করে।


চারিদিকে জল
বৃষ্টি কোলাহল
গরু ছাগল ডাকে,
          গরীব চাষার দল
           বাঁধছে মনে বল
           ধানের আশায় থাকে।


ধনধান্য দেশ
বৃষ্টি হলে শেষ
ফলবে ফুলে ফলে,
           বৃষ্টি তুমি ধন্য
           সৃষ্টি সবার জন্য
           গুণীজনে বলে।



রচনাকালঃ ২৪/০৬/২০১৫