রমনীয় অহংকার আমার চারিদিকে
কতবার পুড়েছি নিস্তব্দ গহিন রাতে
নতুনত্বের ব্যর্থ আশা আর কৌতুহল।
উদাসীন শরীরের এলোমেলো ভাষা
রূপ রস ঐশর্য্যের অতল সাগরে
পুড়ে মরেছি ঊষ্ণ প্রশ্বাসের সাথে,
পোড়া গন্ধ নয়,নাকে অসুখের গন্ধ
ঘর্মাক্ত অর্ধ-দহন সিক্ত নিথর দেহ।
ভোরের আলোয় সেজেছি শামুক
সারাদিন নিপাট ভদ্রতার মুখোশ
রাত্রের শূন্য আলোয় তীব্র দহন।


রচনাকালঃ ৩০/০৫/২০১৫