খুব চেনা হয়ে গেছে রাস্তাটা
গাছপালা, পশু-পাখি, ডাস্টবীন
সকলের সাথে বন্ধুত্ব হয়েছে বিস্তর।
কতবার গিয়েছি ঐ ডাক বাক্সের কাছে
পত্র লিখেছি তোমার নামে বার বার
স্বাক্ষী আছে ডাক বাক্সের নীচের প্রস্তর।
কত বার ছুটে গেছি পোস্টম্যান এলে
খালি হাতে ফিরেছি, সিক্ত নয়নে
আবার লিখেছি হৃদয়ের ভাষায়।
আকুল মননে প্রতি ছত্রে তোমার নাম
সাজানো অক্ষর তোমার পত্রের আশায়।
স্বদেশের চিঠি পেয়ে আনন্দে নেচে ওঠে
উৎফুল্ল হৃদয়ে পড়তে থাকে প্রবাসী।


রচনা কাল ঃ ০৭/০৪/২০১৫