আমরা যুব    
         আমরা দুষ্ট    
                  আমরা যত শক্তি
আমরা যদি
         দাড়াই রুখে  
                  সমাজ পাবে মুক্তি।


আমরা পারি
         সামনে যেতে
                 বিপদ যত  আসে
মানুষ হবে
       মানুষ আর
              যাইবে কষ্ট ভেসে।
আমরা যবে
         যাইব ছুটে
                করিয়া প্রাণপণ
দেশের মাঝে
          অভয় রবে
                 গড়িব বৃন্দাবন।
তাড়াব মোরা
         ডাকাত সবে
                  চোরকে বিশ্ব থেকে
পড়ছে জলে
        দেখব যাকে
               তুলব তাকে ডেকে।
আমরা ছাত্র
        আমরা বন্ধু
                 আমরা শক্তিমান
আমরা পারি
         ছুটতে মরু
                 করিতে জয়গান।
দেশকে মোরা
         বাসব ভালো
                মানুষ যত আছে
এমন দেশ
       হইবে শেষ
              পড়লে মোরা পিছে।
গরিবে মোরা
        আহার দিব
                আরও দিব বস্ত্র
শোষণকারী
       বিরুদ্ধে মোরা
                লইব তুলে অস্ত্র।
রইবে শুধু
        জগৎবাসী
              শোষণকারী নয়।
মনের মাঝে
        স্বপন রবে
               ভাবনা হবে ক্ষয়।



রচনাকালঃ ২৬/০৭/১৯৯৮