ছোট্ট একটি টিয়া খাঁচার মধ্যে থাকে
খাঁচাটা খুলতে বলে সামনে পায় যাকে।
তার ভাষা বুঝবে এমন ক'জন আছে
টিয়ার ভাষা বুঝতে হলে এসো তার কাছে।
মনের ভাষা জানতো যে, সে তার প্রিয়া
এখানে কেউ বলে না, ভালো আছো টিয়া।
বন্দি থেকে খাঁচায়, ভুলে গেছে উড়তে
দানা শষ্য  খেয়ে সে, আছে মরতে মরতে।
মজার কথা বলতো সে খেলতো অনেক খেলা
সব টিয়ার সাথে সে খেলতো সারা বেলা।
লোহার খাঁচায় বন্দি টিয়া আকাশ পানে চায়
মহানন্দে সব টিয়ারা কেমন উড়ে যায়।
ভুলে যায় সে বন্দি আছে ডানা মেলে ভাসে
দড়াম করে খাঁচার ধাক্কা মানুষ গুলো হাসে।
ব্যথায় ব্যাকুল টিয়া তখন করে ছটফট
মানুষ নামে পশুর পানে তাকায় কট্ মট।
মনে মনে ভাবে সে এরাই নাকি মানুষ
ছোট আমি তাই আমার প্রতি নেই কোন হুস।
রাগে দুঃখে টিয়া তখন খাঁচা ভাঙতে যায়
লোহার খাঁচা! ব্যর্থ টিয়ার ঠোঁটটি রাঙা হয়।



রচনাকালঃ০৩/০২/২০০৭