মুখটি তোমার চাঁদের মতো
হাসিটা লাগে মিষ্টি,
তপ্ত মরু প্রান্তর মাঝে
শান্ত শীতল বৃষ্টি।
ভ্রমর কালো কেশ তোমার
কানে ঝুমকো দুল,
খোঁপার মাঝে গাঁথা ছিল
হরেক রকম ফুল।
টানা টানা চোখ তোমার
কাজল কালো আঁখি,
হারিয়ে যাই ওই আঁখিতে
মোর হৃদয় পাখি।
কণ্ঠ ছিল কোকিল সম
গাইতে যখন গান,
একলা বসে শুনতাম আমি
শান্ত হতো প্রাণ।
পায়েতে তোমার নুপুর ছিল
ঝম-ঝম বাজে,
শব্দ শুনে মোর যে আর
মন লাগে না কাজে।
পড়ে ছিলে নীল শাড়ী
নীল চুড়ি হাতে,
সারা জীবন থাকতে চাই
তোমার সাথে সাথে।
তুমি যে বিধাতার
অপরূপ সৃষ্টি,
চেয়ে থাকি তোমার পানে
ফেরাতে পারিনা দৃষ্টি।