কৃষকই ধারক, কৃষকই উৎপাদক ,
তবে কেন তাকে বেছে নিতে হবে
আত্মহননের পথ?
যে ভূমিতে তার প্রথম অধিকার,
সে কেন বঞ্চিত হবে বার বার ?
কেন মিছে 'কৃষিবন্ধু', 'চাষিভাই',
এইসব উপমা দেয় সরকার ?


কখনো প্রখর রৌদ্র  তাপে,
কখনো বর্ষা বাদল দিনে,
তারা কাজ করে মাঠেঘাটে।
তবুও তারাই সমাজে বঞ্চিত,
সর্বহারা, দলিত ও নিপীড়িত।


স্তম্ভিত হই --
স্বাধীনতার এতকাল পরে,
গজেন্দ্র সিংহ যখন এক গোছা
দড়ি নিয়ে ঝুলে পড়ে।
ঝুলে থাকে সভ্যতা, প্রগতি
আর উন্নয়নের বুলি।


তাদের কান্না মিশে থাকে
শুধু ঐ ধুলি আর ঘাসে।
কে রাখে খবর তার?
সমাজের সুবিধা ভোগী  
বৃহৎ অট্টালিকায় বসে
হাসে শুধু  অট্টহাসি।


যারাই পালক, যারাই ধারক!
তাদেরই কেন বেছে নিতে হবে
আত্মহননের পথ?