মানুষ আজকে যন্ত্র,
নাই হৃদয়, নাই মানবিকতার ঠাঁই!
সবই যেন প্রয়োজনের,
সবই যেন স্বার্থের।
মানবাত্মার হৃদয় ভূমি আজ শুষ্ক!
বিষাদ বিধুর কন্ঠে মানুষ আজ
গেয়ে চলে জীবনের গান।
যে কোনো মূল্যে কিছু  চাওয়া, কিছু পাওয়া
এই যেন বীজ মন্ত্র।
মহাকালের অমোঘ নিয়মে
মানুষ আজকে যন্ত্র।
            
             ____