হাঁটতে হাঁটতে এগিয়েছি অনেকদূর
কখন যে হারিয়েছি, সেই ফেলে আসা পথ!
স্মরণ হয় না !
স্মৃতি  কখনো সুখের, কখনো দুঃখের।
সুখ! সে তো ক্ষনিকের,
দুঃখ! সে যেন স্থায়ী আমানত।
সে  যেন নিত্যসঙ্গী,
সে যেন বন্ধু,
সেই তো দিশারী।


জানি আসবে ভোর,
দিনের আলো   জ্বলবে,
শিশুরা হাসবে ।
কর্মময়, গতিময় জীবন,
কালেরস্রোতে এগিয়ে যাবে।


দিন আসে, দিন যায়,
জীবনধারা!
সে তো সমূদ্রের ঢেউের মতো
মন কে দোলা দেয়!
শুরু থেকে শেষ
সবই  যেন বদলে দেয়!