সেকথা আজও মনে পড়ে,
যেদিন তুমি তন্ন তন্ন করে,
সারা বাজার খুঁজে ছিলে
একটি গোলাপ দেওয়ার জন্যে।
সেদিন ছিল বিশেষ দিন ,
সেদিন ছিল জন্মদিন ।


কালের স্রোতে
পথ ভাগ হয়ে গেল
দুই পথে, শুরু হল
নতুন পথ চলা।
নতুন সুরে,
নতুন গান গাওয়া ।


বহুকাল পর আজও
তোমায় করি স্মরণ
আজও তোমার চরণে
করি নয়নপাত ।


জীবন শেষে ,
কবর নীচে,
প্রতীক্ষায় রব।
তোমার দেওয়া
একটি গোলাপের জন্য।
------------------------