মৃত্যু যার আসুক, হোক যেভাবে
মোড়া থাকে শোকে!
খুললেই বেড়িয়ে আসে কান্না,
মন খারাপের কথা।
কিন্তু লাদেনের মৃত‍্যুতে
উল্লাসিত ছিল বিশ্ব আমার স্বদেশ!
ঘৃণা বলে এমনি হয়।
আবার নজরুলের মৃত্যুদিনে আজো
আপামর বাঙালির চোখে জল,
ভেজা পাতায় বিষ্ময়ে প্রশ্ন জাগে


খালি হাতে সবাই আসে ,সবাই জানে
কিন্তু ভালোবাসা আর ঘৃণা থাকতে
যাওয়া সত‍্যি কি হয়- খালি হাতে?