বিশ্বজয় করে নিয়ে আসা
একঝুড়ি খুশি আর সোনালী রোদের মতো
ঝকঝকে সোনালী পালক
মায়ের সামনে রাখতেই,
ভারতমাতা বললেন- সিন্ধু
এগুলো একশো ত্রিশ কোটির সাথে ভাগ করে নাও।
বিশ্বজয় করে নিয়ে আসা
একঝুড়ি খুশি আর সোনালী রোদের মতো
ঝকঝকে সোনালী পালক
মায়ের সামনে রাখতেই,
ভারতমাতা বললেন- সিন্ধু
এগুলো একশো ত্রিশ কোটির সাথে ভাগ করে নাও।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩০টি মন্তব্য এসেছে।
বাহ! পাণ্ডবসন্তানের মতো আমরাও যে একই ভারতমাতার সন্তান
খুশির ভাগ পেয়ে সত্যিই খুশি হলাম
ছোট্ট মোচড়ে এক অসাধারণ অনুভবে সিক্ত হলাম প্রিয় কবি
ভালো থাকবেন
আন্তরিক শুভকামনা সবসময়।
দারুন মানবতাবাদী ভাবনায় লেখা!
শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর প্রিয় কবি।
একদম সঠিক বলেছেন সিন্ধুর মা।
আনন্দ ভাগ করে নিলেই সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি।
খুব সুন্দর আন্তরিক অনুভূতির প্রকাশ কবিবর। খুব সুন্দর বার্তা
ভাবনাময় কাব্য,
শুভকামনা রইল।
যদি তাই হতো কবিবর |
খুব ভালো হতো তাতে |
অনেক শুভেচ্ছা থাকলো |
ভালো থাকবেন |
দারুণ সুন্দর অনুভবের ছোঁয়া।
ভালো থাকুন।অসংখ্য শুভেচ্ছা রইল।
অনুকাব্যে মুগ্ধ এ মন।
অনেক ভালোবাসা কবিবর।
দিগ্বিজয়ী খেলোয়ার আর তার দেশ......
কবির কাব্যে মহতী সন্দেশ(নিউজ)
বেশ বেশ***
সুন্দর উপলব্ধির উপস্থাপনা ॥
শুভেচ্ছা অনন্ত ।
সিন্ধু আনে স্বর্ণ পদক
সিন্ধু এক বিন্দু,
আনলো যা তা বল বর্ধক
জ্যোৎস্নাময় ইন্দু।
শুভেচ্ছা অনন্ত।
অনবদ্য ভাবনার ফসল রক্তিম সেলাম কবি ও সিন্ধু ।
অসাধারণ অনুভূতি সবার সাথে ভাগ করায়।
অনন্ত শুভেচ্ছা রইল।
অপূর্ব ।
নদ নয়, উপত্যকা নয়, সভ্যতা নয়,
সিন্ধু একটা গোটা ভারত।।
শুভেচ্ছা অশেষ কবি ।
অপূর্ব আদর্শ ভাবনায় কাব্যকথা প্রকাশ ।
সুন্দর কাব্য ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ, ভাল থাকুন সদা ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.