সূর্য, চন্দ্র,তারা, এই দিন এই রাত,
ধেয়ে আসা সাগরের ঢেউ
নিয়মিত , শুধু কি মানুষের জন্য?


এই পাহাড়, এই পর্বত, গভীর অরণ্য
অবিরাম বয়ে যাওয়া নদী
প্রতীক্ষায় থাকে অনন্তকাল,
হয়তো শুধু মানুষের জন্য


কেন যেন মনে হয়
মানুষও তা জানে , মানুষ তা বোঝে
অথবা না জেনেও
ভালো কিন্তু বাসে,মন দিয়ে ভালোবাসে
এত সুন্দর,এত আশ্চর্য,অভিনব প্রকৃতিকে।