অন্ধকার রাত,
দুষ্টু পিশাচ,
নিষ্ঠুর উল্লাস,
অট্টহাসি-নাগপাশ,
এ ছবি আতঙ্কের।
যা চিরাচরিত,
বদলে দিলে তুমি,
তুলির টানে।


এখন ,
শুধু তোমার জন্য,
এই ভোর,
এই সকাল আলোময়।
শুধু তোমার জন্য,
পিশাচের চোখে,
আঁকা হোল মৃত্যুভয়।।



কবিতাটি চার বছর আগে, যেদিন অপরাধীরা
ধরা পরেছিল, সেদিনের লেখা।