জীবন সুখময় হোক
অথবা দুঃখে ভরা!
সব জীবনে কিন্তু স্বপ্ন থাকে।
আর,
স্বপ্নে থাকে কৌতুহল
কৌতুহলে ইচ্ছে
ইচ্ছে বাড়ায় চাহিদা।


সুখে কিংবা দুঃখে,যাতে আচ্ছন্ন হোক
যেভাবে লেখা হোক
এক জীবনে চাহিদার শেষ থাকে না।
তাই


পাহাড়ের সামনে এসে,
পাহাড়ের ওপাশে যেতে ইচ্ছে করে
সাগরের কাছে এসে,
তার তল ছুঁতে ইচ্ছে করে
আকাশের  তো শেষ থাকে না
তবু তার শেষ জানতে ইচ্ছে করে।


এক জীবনে সব ইচ্ছে পূরণ হয় না!


স্বপ্নাচ্ছন্ন এক জীবনে
শুধু স্বপ্ন থাকে,
শুধু কৌতুহল থাকে।