পুরুষতন্ত্র আজ ক্ষয়িষ্ণু,
শেষ হওয়ার মুখে।
সময় তো বদলায়,
সময় বদলেছে
তবু ,  আজও ননদিনী রায় বাঘিনী
অপবাদটুকু রয়ে গেছে!


এর পরিবর্তন চাই


ভয়  লাগে।
যদি সেখানেও  ফাঁক থাকে!
তবে সে দ্বিগুণও হোতে পারে,
আকারে, রঙে,রূপে।


আজ এক স্নেহময়ী মাকে,
বৃদ্ধাশ্রমে রাখা হোল, প্রায় বাধ‍্য হয়ে।
সুন্দরী বৌমা আড়ালে, আবডালে
তাঁকে যা না তাই বলতো,
অশান্তি ছিল ঘরে।
বড় কষ্ট পাই, দুঃখ লাগে,
জেনে আর শুনে।


প্রশ্ন জাগে,
তবে কি, এই শতকেও
মানুষ আর মানুষ রইলো না!


যাচ্ছি কোথায় আমরা?


তাই নিপাত  যাক পুরুষ তন্ত্র
ধিক্কার  এই নারীতন্ত্র


পৃথিবীর বুকে আসুক নেমে
অমৃতের ধারা হয়ে,
শুধু আর শুধু মানুষতন্ত্র।