কলঙ্কের দাগ ধোঁয়াও  যায় না
মোছাও  যায় না।
এ সত্যিটুকু  চাঁদের চেয়ে বেশি,
আর কে জানে!


তার তো সব আছে
নাম, যশ, রূপ,গুন,
আছে  জোৎস্নার আলো।


আর , এসব তার গরিমা
তার গৌরব, তার জয়।


অন্যদিকে কলঙ্ক,
বড় বিষাদ, বিষন্ন পরাজয়।