দেবী দুর্গা স্বয়ং সম্পূর্ণা-একাই একশো
জেনেও দেবতারা তাঁকে সজ্জিত করলেন
তাঁদের শক্তি দিয়ে, তাঁদের অস্ত্র দিয়ে।
কেননা লড়তে হবে এক অশুভ শক্তি, অপ্রতিরোধ্য,
ত্রিলোকপতি অসুররাজ মহিষাসুরের সাথে।
দেবী জানতেন এ-লড়াই চলবে অনেক বছর,
এ-লড়াই সময় সাপেক্ষ ।
কিন্তু যুদ্ধতো শুধু শক্তি দিয়ে হয়না!
শুধু অস্ত্র দিয়েও হয়না!
যুদ্ধ হয় ছলে, বলে আর কৌশলে-বুদ্ধি দিয়ে।
চাই অর্থ, চাই অফুরন্ত খাদ‍্যের ভান্ডার
তাই,
সাথে নিলেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিককে।
প্রতিপক্ষ যদি অশুভ শক্তি হয় তখন
যুদ্ধ নয় শান্তি চাই
বলতেও নেই, ভাবতেও নেই
দেবী দুর্গা সমেত দেবতারা কি


একথাই বলে গেলেন!