মুখে হাসি আবার চোখে জল
একসাথে, একসময়ে!
হাসি-কান্নার এমন মিলন
কিন্তু বারবার আসে না- তৃপ্তির চরম মুহুর্ত!


পাঁচু বাবুকে যাঁরা জানেন,
এদৃশ‍্য দেখে নিশ্চিত বলবেন-
উনি এখন বিচরণ করছেন,
শৈশবে কিংবা কিশোরবেলায়
অথবা, ফেলেআসা কোনো এক পলে।


তবে প্রশ্ন থাকে- কেন আজ নয়?
কাল-ই  বা নয় কেন?


যাঁরা চেনেন, জানে যাঁরা
তাঁরা বলবেন,


দিন আনা, দিন খাওয়া
বড় অভাবের সংসারে,
সে আর যা হোক-তাঁরা কিন্তু,
কাল নিয়ে  ভাবেনা!