তীব্র দহনে,
নালা শুকিয়ে, ডোবা শুকিয়ে
ফাটল ধরে চৌচির হয় মাটি।
তবু বলি- গ্ৰীষ্ম আনে না খরা!


ভরসার কিছু মুখ থাকে
ঘরে এবং বাইরে।
আষাঢ়  শ্রাবণ তেমনি


তারা যদি মুখ ফেরায়
তখন আসে খরা!