ইদানিং আমি বড়ই অসুখী!
কবিতার জন্য, কবিতার খোঁজে,
পা রেখেছি রাস্তায়।
রাস্তা বললো-
এপথ আজও নিরাপদ নয় মেয়েদের!


গিয়েছিলাম বাঁক খাওয়া নদী পারে,
নদী বললো-
আমি ভালো নেই!মজে আছি খড় আর কুটোয়


পা মেলালাম মিছিলে,
হেঁটে গেছি অনেকদূর!
মিছিল বললো-
এখনতো মিছিলে মানুষের কথা থাকে না,
কথা থাকে নিজেদের !


কোথাও কবিতা পেলাম না,
পেলাম সাজানো গোছানো গল্প!


আজকাল আমাকে ছাঁকলেও আনন্দ পাওয়া যাবে না!