প্রজাপতি হয়ে উড়ে যাব একদিন,
মনের ইচ্ছে যখন এমনি
তখন মাঝের ক'টা দিন কেন কাছে আসা?
কেন আশেপাশে,
চারপাশে স্বপ্ন সাজিয়ে রাখা?
সহজ সরল জীবনের হিসেব জটিল হোলো
পার্বতী তোমার জন‍্য!


তারপর দেখলাম-
আপন হওয়া মুখ পরটি হোতেই,
ব'খে গেল দেবদাস।
আর পার্বতী!
বড় বেচারা
সব দোষ মাথায় নিয়ে,
দোষী হয়ে আজো দাঁড়িয়ে একা--