মিছিল তো প্রতিবাদী,
প্রতিরোধের পন্থা
যেমন অন‍্যায়ের, তেমন অবিচারের।


একসময়,
মিছিলে মানুষের কথা থাকতো,
মানুষ নিয়ে চলতো,
তাঁদের কথা ভাবতো,
তাঁদের কথা বলতো,
আজকাল, সেভাবে বলে না।।


এখন মিছিলও আত্মকেন্দ্রিক!


রঙ মেখে,রঙ দেখে,
শুধু নিজের কথা বলে,
রাজনীতি নিয়ে চলে।


এখন মানুষও বেসামাল
সবকিছু  সয়।
মিছিলও,
মানুষের কথা ভুলে গিয়ে,
কখন আলিমুদ্দিন, কখনো বা নবান্ন
শুধু তাদেরই কথা কয়!