তুমি অাসছো,
আমরা কান পেতে আছি,
পদধ্বনি শুনবো বলে ।


তুমি দুয়ারে দাঁড়িয়ে,
দেখো বাঙালি কেমন আত্মহারা,
আনন্দে - খুশিতে ।


তুমি আজ বাংলার ঘরে ঘরে,
পাহাড় থেকে সাগরে ।


দেখো, তোমার আলোয় স্নিগ্ধ মাটি,
একাকার,
পদ্মা ওপারের,
গঙ্গা এপারের ।