হৃদয় পাথর হোলে,
মনও হারিয়ে ফেলে সূক্ষ্ম অনুভূতি!
আর অনুভূতি না থাকলে,
ইচ্ছে হোলে ছোঁয়া যায় না ঐ দূর প্রান্তর!
যখন তখন যাওয়া যায় না,
মায়ের গন্ধ ঘেরা ছেলেবেলার সেই
সকাল, দুপুর, বিকেলে!
তাইতো আমি মাঝে-মাঝে হাত রাখি বুকে,
ঘুমের ঘোরে উঁকি দি বুকের ভেতরে।
বুঝেনি, দেখেনি-
ভেতরটা এখনো নরম- নরম,
নাকি হয়ে আছে পাথর-পাথর!