একসময় প্রান্তের শেষ শাল গাছ
এখানে ছিল,
এখন সরে গেছে বন-বন থেকে
একসময় বন্যদের অাসা-যাওয়া
ছিল ঠিক এতদূর
এখন বাস অভয়ারণ্যে !


একসময় বনের ছিল
নিজের দিন - নিজের রাত
নিঃঝুম, নিঃশব্দ, নিরালা
এখন কুড়াল আর কড়াতের শব্দে একাকার
কেমন যেন বদলে গেছে সব !


শুধু বদলায়নি জগদীশবাবু
গাছ-বন-সবুজের রক্ষা
যেন একা দায় তার ।