কি আশ্চর্য,
মানুষের যন্ত্রণা গুলোর কোনো মিল থাকেনা!
যার যা তার তা,
সবার আলাদা আলাদা।
তা বেকারত্বের জ্বালা হোক,
অনাহারে মৃত্যুর জ্বালা হোক,
নিপীড়নের জ্বালা হোক
বা অন্য কিছুর


বড় মিল থাকে শুধু
নেতাদের আচরণে!


তারা বেকারের চোখে স্বপ্ন দেয়
অসহায় গরীবের চোখে স্বপ্ন দেয়
নিপীড়িত মানুষের চোখে স্বপ্ন দেয়
কিন্তু জাগায় না!


কে জানে মানুষ কবে জাগবে?