মেঘ তার চাদর
সারা আকাশে বিছিয়ে দিলে
অনেকের অনেককিছু হয়!
ধরনী পায় খুশির পরশ,
স্নান সারে বৃষ্টির অমৃত ধারায়
আর,
মেঘের পারায় বয়ে চলে খুশির লহর
যেন জয়ের উল্লাস!
সূর্যকে ঢেকে দেওয়া, সূর্য আলো রুখে দেওয়া
সহজ তো নয়!
আর,
বৃষ্টি স্নাত জলে ভেজা সুন্দর পৃথিবীকে
দেখতে দেখতে সূর্য ভাবে-
হারের মাঝেও খুশি থাকে,কিন্তু এত খুশি!


মেঘে ঢাকা না থাকলে বুঝতেই পারতাম না!