একটি মেয়ের বিয়ের দিনে,
একটি ছেলে সব চক্ষু আড়াল করে,
দেওয়ালে মুখ রেখে কাঁদছিল।
এতে,
আশ্চর্য হওয়ার কিছু নেই!


এ পর্যন্ত যা হোলো,
কম বেশী সবারই জানা,
কম বেশী সবারই  শোনা।


প্রায় তিন বছর পর,
সেই ছেলেটির সাথে দেখা!


কেমন আছো বন্ধু?
খুব ভালো!


জানলাম, ঘরে তার এখন
পরের পর কাজ।
সদ‍্য বোনের বিয়ে দিয়েছে,
এখন তৈরী হচ্ছে ঠাকুর ঘর মায়ের জন্য।


অবাক হয়ে বললাম,
ভেবেছিলাম, গিয়ে দেখব,
দেবদাস হয়ে উচ্ছন্নে গেছো!
রহস্য কী?


যা জানলাম- এরকম
দেবদাস পার্বতীকে ভালোবাসত
আর আমি ওকে ভালবাসি আজও


মনে মনে প্রশ্ন জাগে
তবে কি সব ভালোবাসা
ভিন্ন পথে চলে!
সব ভালোবাসা বোধহয়,
ভিন্ন কথা বলে!