রাত মায়াবী, সবাই জানে।
রাত খেয়ালী, অনেকেই জানে।
রাতের শৌখিনতা, কেউ কেউ জানে!


ঠিক সন্ধ‍্যে,
তারপর রাত,
তারপর নিশিরাত


এসময়ে চাঁদ, মনের কথা বলে নেয়
নদীর সাথে, কখনও সাগরের সাথে।
এসময়ে  ঝি ঝির বাধা সুর ভাসে
বাতাসে বাতাসে।
এসময়ে রাত পাখিরা ঘুরে বেড়ায়
বনে বাঁদাড়ে, আনাচে কানাচে।
এসময়ে সজ্জা বিলাসী ফুলেরা,
একান্তে রং মাখে, পাপড়ি সাজায়।


রাত তো সৌখিন!


সে শুধু নিজের মনে,
কাপড় বদলায়।
প্রহরে প্রহরে