আকাশ পাড়ায় মেঘ জমলে,
আকাশ হারায় তার স্বপ্ন!
মনে রেখ,
স্বপ্নহীন আকাশে কখনো চাঁদ ওঠে না।
আর এভাবে মেঘ করলে,
আমি শুধু বাতাসকে বলবো- তুমি ঝড় হও!
তীব্র ধেয়ে এসে এই জঞ্জাল সরাও।


আকাশ পাড়ায় মেঘ জমলে,
আকাশ ভালো থাকেনা।
আর আকাশের অসুখ হোলে,
আমি শুধু রোদকে বলবো-
তুমি দুঃখ হরা রোদ ঢালো আকাশ আঙ্গিনায়,
মমতার প্রলেপ দাও তার গায়।


অবশেষে,
বাতাসে, ঝড়ে, এবং রোদে পুড়ে
নির্মল হোক আকাশ,
চাঁদ আসুক, আপন সুরে তারারা ভাসুক,
শুকতারা তার স্নিগ্ধ আলো,
ছড়িয়ে দিক এখানে, ওখানে, দূরে-দিগন্তে।