কিশোর বেলায় আজও
অনেক কিশোর কিশোরী,
দুজন দুদিকে দাঁড়িয়ে, ভালোবেসে-
স্বপ্ন আঁকে সাঁকোর!
যদিও,
অনেক সাঁকোই রূপ পায়না, প্রানও পায়না।
অনেক ঢেউয়ের মতো হারিয়ে যায়  - পার ছোঁয়া   হয়না ।
অনেক কুঁড়ির মতো,
ঝরে যায় ফুল হওয়ার আগে
কতো বেলা এবং অবেলায়।


আর,
আজীবন থাকে  শুধু ব্যথা নিয়ে স্মৃতির কোনায়!