ভর দুপুরে, এই গলিতে
একটি ছেলে আর একটি মেয়ে
এসে দাঁড়ালো
ঠিক সামনাসামনি
অনেকক্ষণ।
তারপর চলে গেল!
অথচ কেউ টেরটি পেলনা
আড়াল করলো- দুপুরের নির্জনতা।


পুষ্পাঞ্জলি শুরু হয়েছে
বাগদেবীর পূজোর।
একটি ছেলে এসে দাঁড়ালো
একটি মেয়ের পাশে।
অঞ্জলীর মন্ত্র উচ্চারিত হলো
তিন-তিনবার।
ইশারায় দুজন, দুজনের কাছে
জানতে চাইলো
কি চাইলে?
এত্ত সব, অথচ কেউ টেরটি পেলনা !
আড়াল করলো-  আনন্দ, হুল্লোড়, আর ব‍্যস্ততা।


একটি ছেলে আর একটি মেয়ে
পায়ে পায়ে হাঁটতে হাঁটতে
এগিয়ে গেল কতদূর!
ফিরেও এলো।
তারপর এ এদিকে
আর ও ওদিকে।
অথচ কেউ টেরটি পেলনা!
আড়াল করলো-রাত আর নিকষ অন্ধকার।