ওভাবে না তাকালে,
আমি তো ভালোলাগা কুড়াতাম না।


ঝুল বারান্দায় তুমি!
ওভাবে না দাঁড়ালে,
আমি তো থমকে যেতাম না।


হাওয়ায় হাওয়ায় শুনতে পেলাম,
তোমার কথা।
শুনতে যদি নাই পেতাম,
আমি তো ঘুরে দেখতাম না।


সিঁড়ি দিয়ে ওঠার সময়,
হোঁচট খেলে,ব‍্যথা পেলে
ভাবটা এমন,আমায় দেখে-যেন তুচ্ছ এসব!
যদি না দেখাতে,
আমি তো তোমায় নিয়ে ভাবতাম না।