ছোট্ট ছোট্ট তিল
ফুঁলে ফেঁপে  চল্লিশ লক্ষ তাল হোল।
শুনি,
এরা নাকি উদ্বাস্তু!
অথচ এদেশে উদ্বাস্তু তো অনেক আছে।
কেউ পাহাড় ছেড়ে প্রানের ভয়ে সমতলে
কেউ বা তাড়া খেয়ে ভিন রাজ্যে
নিজের প্রিয় মাটি ছেড়ে।
কিন্তু সংখ্যায় এতটা নয়, অনেক কম-ভোট তো আবার সংখ‍্যা বোঝে !


শিখরা কি সংখ্যালঘু? জৈন, বৌদ্ধ,
খ্রিষ্টানরা? কোন নেতা সংখ্যালঘু এদের বলে?
কেউই বলেনা-
ভোট যে বালাই সংখ্যা বোঝে!


মানবতা নিভৃতে কাঁদে-চল্লিশ লক্ষ মস্ত বড়ো
সংখ‍্যা দেখে দাদাও কাঁদে, দিদিও কাঁদে।