অগোছালো বিভীষিকা ছন্নছাড়া
জীবনের অস্তিত্ব ভুলেছে ঠিকানা,
ধু ধু করে শুষ্ক মরুভূমির ছায়া
কোথাও নেই বারি শুধু বালিকনা।

বিগত কিছু সময় অশ্রু জলে
পুরনো অতীতে শুধু পিছুটান,
আগুনের ফলক কুরে কুরে খায়
হৃৎপিন্ডের কম্পন যেন অগ্নিবাণ।

নাড়ী ছেড়া ধন করুণ সম্পর্ক
বিচ্ছিন্ন হয় মুখ লুকানো আঁচল,
ভালোবাসার নামে শুধু অপহরণ
নিশিতে ঘুম মোছে চোখের কাজল।

মৃত্যুর হুমকি আসল জাদুকাঠি
আটকায় ব্যারিকেট ছোট্ট শাবক,
জননীরে ভুলিয়েছে কৌশলী পাপী
বানিয়েছে নষ্টা,বড় বিশ্বাসঘাতক।


==========================
০১|০১|২০২৫