কিছু অভিযোগ গুমড়ে থাকুক
নীরব গভীর রাতের আয়নায়,
বুকে কষ্ট মুখে হাসি নিয়ে
হাজারো অভিযোগ সহ্য করায়।
চাইনি তোমার আরেক নতুন রূপ
সহ্য করা হয়েছে বড়ই কঠিন,
বুকে আসে ব্যথার পাথর তবু…
হৃদয় আগুন মুখের হাসি মলিন।
কিছু কষ্ট থাকুক চাপা পড়ে
তাদের বাইরে আনা বারণ…
নীরবে সয়ে শাস্তি পাও নিজে
এটাই আসল নিয়মের ধরন।
কষ্টেরা হয়েছে মজার খেলা
হেঁয়ালি যেন চোখের জল,
অন্যায় আজ মাপছাড়া কাঠি
রক্তে ধুয়ে যাক পুণ্যের ফল।
কিছু অভিযোগ দেখেও অদেখা
থাকুক হৃদয়ের খাতায় জমা,
যদি কখনো সুযোগ হয় শোনার
পারলে সেদিন করে দিও ক্ষমা।
==================