মেঘলা চোখে অনুভূতির ঢেউ
আদুরে স্পর্শ চন্দ্রালোকিত রাত,
ভয়ংকরী হুশিয়ার বাজায় কেউ
শতাব্দীর প্রতীক্ষা বাড়ায় হাত।

সময়ের কাঁটা মুহূর্তে বন্দী
হৃদয় জ্বালায় প্রেমের প্রদীপ,
জোনাকি রাগান্বিত করেছে সন্ধি
অলৌকিক স্পর্শ শান্তি স্বর্গদ্বীপ।

ওষ্ঠে ছড়ানো বিষাক্ত সুধা
চেতনার স্পর্শ মাতাল চাওয়া,
অনুভূতির আবেগ বাড়ায় ক্ষুধা  
ভরা কোটালে চাঁদের পাওয়া।  

তরঙ্গ এসে দাঁড়িয়ে দরজায়
ডেকে আনে শরবতের জল,
ঘামের সাথে ঠান্ডা মিশে জামায়
জোয়ার জমা রাস্তা করে সমতল।

==========================