নির্জনতায় পাহাড়ের কোল
শান্ত নিসর্গ পবিত্রতার শিখা,
ধূপের ধোঁয়ায় চন্দন সুবাস
পাহাড়ি গুহায় শঙ্করের দেখা।
কালো শিলার মসৃণ স্পর্শ
অরণ্যের সবুজ মাখা হাওয়া,
হৃদয়ে বাজে প্রার্থনার স্পন্দন
পাহাড়ের রূপে কবিতার ছায়া।
মস্তকে তার ঝুলন্ত জলকণা
গুহার নিস্তব্ধতায় গভীরতার সুর,
কবিতার লাইন হৃদয়ের ডাক
উচ্ছ্বাসিত মন বিরহ করে দূর।
সাঙ্গ করে ভোলানাথের পুজো
পাহাড়ের রূপে মুগ্ধ পোড়া মন,
কবিতার সুর খোলা বইয়ের পাতা
ভক্তি আর প্রকৃতির অপূর্ব মিলন।
গহীন পাহাড়ে আলো খুঁজে পাওয়া
স্ত্রোতের সুর মেশে পাথরের চুড়ায়,
বেলের পাতায় লেখা কিছু প্রার্থনা
সঁপে দেওয়া স্মৃতি কিছু কবিতায়।
========================
১৯.০১.২০২৫