তুমি তো সবই জানতে বলো
আমি ঠিক কেমন ছিলাম,
তবুও তুমি হাত বাড়ালে
আমিও বেশ তোমার হলাম।
এভাবেই চলতে থাকে বহুদিন
কাটতে থাকে সময়,
জীবনটা বেশ ভালোই ছিল
সুন্দর বেশ কত মধুময়।
আমিও তেমন পাগল ছিলাম-
তোমায় নিজের করে পাবো,
পেয়েও ছিলাম তোমায় কাছে
ভাবিনি আবার হারিয়ে ফেলবো।
বেঁচে থাকতে কেমন করে
দেবো তোমায় অন্যের হতে,
কেমন করে সইবো আমি
তোমার হাত অন্যের হাতে!
বিশ্বাস করো পারবোনা গো
তোমায় হারাতে আমি,
তোমার কাছে চাইনা কিছু
তুমিই সবচেয়ে বেশি দামি।
==================