রুপোলি স্রোতে রঙিন জীবন
সহস্র গর্জন ধ্বনি সুরের ঘনঘটা,
কখনো কোমল কখনো হিংস্র
কখনো মেঘ কখনো রোদের ছটা।
ধীর গতিতে সময় চলে বয়ে
তোমারই শিখরে সূর্য ওঠে…
তুমি মায়াবিনী আশ্চর্য রূপ
ভালোবাসার স্পর্শ মায়াবী কন্ঠে।
তোমার ছোঁয়া শিশিরের আশিস
শরীর বৃন্তে শিহরণ জাগায়,
নব প্রেমিক সাজ তোমার বুকে
কিছু স্মৃতি রেখে কবিতার খাতায়।
অবিরাম গেয়ে চলেছ মরমি গান
মাটির গভীরে তুমি মিলিয়েছ সুর,
কখনো শান্ত কখনো উচ্ছল তুমি
কখনো বাজাও পাপ বিনাশী নুপুর।
ভোরের আলোয় তোমার শিখর
দেখায় প্রভাতের স্নিগ্ধ ভালোবাসা,
আবার যেন পাই তোমার ছোঁয়া
দেখেছি তোমায় তবু বেড়েছে পিপাসা।
======================