**********
বৃহৎ কবি নই তো আমি
   হয়তো খুবই ছোট
তাই আমার মনের ভাষা
  অল্পতেই করি ব্যক্ত---l


    কবিগণের মনের ভাষা গুলি
     ভরে ওঠে বইয়ের পাতায়
      আমার মনের ভাষাগুলি
      লিখি ডাইরির  পাতায়  ---l


ভাষার পারিপাট্য নেই তো আমার
        হয়তো ভুলে ভরা
    তবুও আমার লেখাগুলো
     জীবনের স্মৃতি জোড়া--- l


       মা হারানো গাঁ  হারানো  
         অদ্ভুত এক মেয়ে
  জীবন দোলায় দুলে চলেছি
    ছোট ছোট স্মৃতি নিয়ে---- l


         জানি আমার লেখা গুলি
          হয়তো ভালো লাগবে না
       সবার মনের মধ্যে হয়তো
       সাড়া জাগাতে পারবে না--- ll