আজ সন্ধ্যায়, আসবে বলেছিলে
হয়ত এসেছিলে,
তবু দেখা হল না ।
সময়ের গ্লানি পেরিয়ে ,
আঁধারের শিকল গুঁড়িয়ে –
আলোর মুখ দেখা হল না ।


বিকেল আমার ভরে
রেখেছিল কালো কোকিলের শিস ।
ভাগ্য আমার কপালে
ঢেলেছে নীলকণ্ঠের বিষ ।


যমের চৌকাঠ পেরবো
বলে গরলে দিলাম ডুব ।
ঘুম ভাঙ্গল স্বপ্ন ভাঙ্গল
ব্যথা পেলাম খুব ।


অনাহুত আশার আগুনে
পুড়বে বিরহ জ্বালা ।
পোড়া হল না , হওয়া
হল না পিঁপড়ে পাখাওয়ালা ।


তবু তুমি ভালো থেকো
স্বপ্ন দেখো খুব ।
আমার জন্য রইল আঁধার -
দিলাম আবার ডুব ।