আমি ভুলে যাওয়ার পথ খুঁজছি ;
যে পথে একবার গেলে – আর চিনে
ফিরতে পারবো না ।
যেখানে জটিল স্মৃতির বটের ছায়া
আমায় ঘিরে ধরবে না ।
তুমি বলবে এ কেমন কথা ?
সবাই গন্তব্য খোঁজে ; আর তুমি পথ ?
আসলে আমি গন্তব্য থেকেই আসছি
তাই তাকে পাওয়ার কোনও ইচ্ছাই আমার আর অবশিষ্ট নেই ।
আমি এখন শুধু পথের খোঁজ করছি ।  
যে পথে একবার গেলে – আর চিনে
ফিরতে পারবো না ।


এমন একটা পথ খুঁজছি;
যেখানে জটিল স্মৃতির কঠিন প্রশ্ন -
আমায় আর ধরতে পারবেনা ।