এই এক দোষ আমার..
কিছু লিখবো বলে কলম ধরলাম
আর তুমি এসে ধরা দিলে মনের গভীরে,
লেখা গেল চুকে,
কলম দুরে ঠেলে, পাতা সরিয়ে,
বসলাম তোমার চিন্তায়।


এই এক দোষ আমার..
তপ্ত দুপুরে খিদের জ্বালায় পাগল,
ভাতের থালা এগিয়ে মা বসে,
মুখে তুলবো কি, তুমি এসে ধরা দিলে,
খিদে গেল চুকে।
পাগলামি করলাম তোমার কথা ভেবেই,
দু-চারটি ভাত নাড়াচারা করে থালা ঠেলে উঠে পড়লাম।
মা এর প্রশ্নে বিরক্তি ভরা উত্তর-
"খিদে নেই"..


এই এক দোষ আমার..
বিকালে ঘন ঘন ফোনে বন্ধুদের আড্ডায় যোগ দিলাম,
সব কিছুই বিরক্তিকর, আসহ্য লাগে,
তুমি সেই আমার মনেই বিরাজমান।
চাএর ভাঁড় ফেলে একা রাস্তায় হাঁটি।
যদি ছুট্টে এসে হাতটি ধরতে..


প্রচন্ড ক্লান্তিতে বিছানায়,
তবু এপাশ ওপাশ
জানলাটা খোলা, হিমেল বাতাস তুমি।
ধরা দিলে সেই আমার কাছে,
রাতটুকুও নিদ্রাহীন কাটলো,
এই এক দোষ আমার...