আচ্ছা কবিতা তে কি ছন্দ মেলাতেই হয়? যা মেলেনা তাকে কেন হটাৎ করে বাঁধন দিয়ে মেলাবো??  তাকে কি নিজের ইচ্ছে মতো যেতে দিতে পারিনা??  আমি কেন যে আমার লেখায় ছন্দ মেলাতে পারিনা তা জানিনা আজ পর্যন্ত। একজন জিগ্যেস করে- "নীল তুমি কবিতা লেখ?" তাকে আজ পর্যন্ত বোঝাতে পারিনি যে তাকে নিয়েই আমার মনের ভাব প্রকাশ, কবিতা না.. আমার লেখা যা প্রকাশিত হয়েছে এবং পরবর্তী কালে হবে তা বাস্তব জিবনের অভিজ্ঞতা মাত্র।