আজ আমি আবার শরৎ-বাবুর শরনাপন্ন।
কোনো এক জন্মদিনে রাতের আধারে
আমায় জড়িয়ে যে শরৎ-সমগ্র আমার হাতে তুলে দিয়েছিলে।
অপার বিষ্ময়ে তাকিয়ে ছিলেম শুধু।
#আমার রবি-ঠাকুর আজ শরৎ নিয়ে হাজির।
এ যে লেখকের সংসার..
রবি, শরৎ সব মিলেমিশে একাকার।


সেই শরৎ-সমগ্রের পাতা ওল্টাতে ওল্টাতে
থমকে গেলাম আমি।
পড়ব কি? মনের মাঝে রিতিমতো
#আমার রবি-ঠাকুরের আনাগোনা।
শরৎ বাবু, ক্ষমা করো আমায়,
#আমার রবি নাই বা রইলো,
তার দেওয়া তুমি তো রয়ে গেলে..
রয়ে গেল তার স্মৃতি চিরতরে।