আজ ফের ডায়েরি খুলে বসলাম।
কিছু শব্দ, কিছু আঁকিবুকি কাটলাম।
না তোমার ছবি, না আমার কবিতা,
কিছুই মেলাতে পারলামনা।
দিনের শেষে নিভে যাওয়া আলোর মতো,
মিলিয়ে গেলে তুমি রাঙা পথের ধারে।
বৃষ্টির জলে ছাপ রেখে যাওয়া
তোমার আমার পায়ের যুগলবন্দী,
এতদূর এসে হটাৎ একলা পথের যাত্রী।
নিস্তব্ধ অন্ধকারেও
ঝিঁঝিঁর ডাক চিরে চারিদিক ভরে উঠলো,
তোমার নাম ধরে ডাকা
আমার গলার স্বরে।
ঝিরঝিরে জলের ফোঁটায় কান্নার ছলে
ভিজিয়ে নিলাম নিজেকে।
কিছুই ফুটিয়ে তুলতে পারলমনা।
না তুমি, না তোমার চলে যাওয়ার মুহুর্ত।
ফাঁকা রইল পরে আমার ডায়েরি।
কিছু হিজিবিজি, আঁকিবুকি কেটে,
সময় করলাম পার....