তবে কি তোমার বসন্তের আগমন?
সেতো পুর্নিমার এক রাত,
কৃষ্ণচূড়ার লাল আবির,
আর দুজনার দুই হাত


ফ্যাকাসে কে রাঙিয়ে বাসন্তী,
আর বাসন্তির গালে সবুজ
রেঙে উঠে লাল ঠোঁট
সব কিছুই রঙিন, হয়ে এক জোট।


নীল-? সে তো বিবর্ন,
এক সাদা ক্যানভাস।