ডাক্তার তবে কি মৃত্যু আসন্ন?
এ যে ভীষন যন্ত্রণা..
বুকের ভিতর হৃৎপিন্ড থেকে
শুদ্ধ বিষাক্ত রক্ত মিলেমিশে একাকার
যেখানে ভাল-মন্দ দুটির দুই পথ আলাদা,
সেখানেই যে ঘৃনা ভালোবাসা আজও বিরাজমান,
মৃত্যু পথযাত্রী, তবু কেন রক্তেরা শিরা উপশিরায় বহমান?


ডাক্তার...  কোনও কি নেই উপায়?
তোমার ওষুধের বিকল্প কি ভালোবাসা হতে পারেনা?
তুমি নির্দ্বিধায় আমার মনে প্রেমের বীজ বপন করবে,,
আমি তিলে তিলে তার অঙ্কুরোদগম করে বৃক্ষের রূপ দেব।
তার ছায়ায় দুটি হৃদয় খুঁজে নেবে নিজেদের আশ্রয়।
তুমি তোমার ডাক্তারি আদর্শ মেনে জীবন দান করবে আমার।
আমি পাব আমার পুনর্জন্ম।


ডাক্তার.. তবে কি আমার মৃত্যুই কাম্য?
আমি যে বাঁচতে চায় ডাক্তার,
তোমার স্পর্ষে যে শরীর অভ্যস্ত,
তাকে আজ দুরে ঠেলে দিয়ে তুমি ব্যস্ত অন্য রোগের উৎস সন্ধানে,
আমি যে আমার জীবন উৎসর্গ করেছিলাম তোমার পদতলে..
তবে তুমিও ব্যর্থ আমার জীবন দানে।
তোমার ঘ্রান লেগে রয়েছে আমার সমস্ত শরীরে,
আমি আকুল নতুন জন্ম লাভে।
ফিরিয়ে দিওনা ডাক্তার..
তোমার স্পর্ষে নতুন করে সুস্থ হতে চায়..
আমি যে বাঁচতে চায় ডাক্তার..